বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী প্রগতি কর্মসূচিটির পূর্ব এবং প্রকৃত নাম ছিলো ‘‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’’। ‘সামগ্রিক পল্লী উন্নয়ন’ - এ ভিশন নিয়ে বিগত ০২ জানুয়ারি, ২০০১ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় জুলাই, ২০০০ হতে জুন, ২০০৫ মেয়াদের জন্য ‘‘একটি বাড়ি একটি খামার’’ শীর্ষক প্রকল্প অনুমোদন করা হয়। পরবর্তীতে বিগত ২৭ জুন, ২০০২ খ্রিঃ তারিখে ‘‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’’ এর নাম পরিবর্তন করে ‘‘পল্লী প্রগতি প্রকল্প (১ম সংশোধিত)’’ শিরোনাম করা হয়। সে সময় নাম পরিবর্তন হলেও প্রকল্পের অঙ্গভিত্তিক কার্যক্রম তেমন শুরু করা সম্ভব হয়নি। প্রকল্প মেয়াদের ০৩ (তিন) বৎসর পর ২০০৩ সালের শেষ দিকে ঋণ কার্যক্রমসহ প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয় । মূলতঃ এ সকল নানা কারণে প্রকল্পের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জিত না হওয়ার ফলে পরবর্তীতে পল্লী প্রগতি প্রকল্প (২য় সংশোধিত) আকারে এর মেয়াদ ৩০ জুন, ২০০৮ পর্যন্ত বৃদ্ধি করা হয় এবং প্রকল্প মেয়াদ শেষে বর্তমানে বিআরডিবি’র নিজস্ব ব্যবস্থাধীনে কর্মসূচি আকার বাংলাদেশের ৪৭৬টি উপজেলায় ৪৭৬টি ইউনিয়নে পূর্বের ন্যায় একই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে চলমান আছে।
প্রকল্পের প্রধান উদ্দেশ্যঃ
নরনরে নরেনরেন
জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন
সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
জনাব আঃ গাফ্ফার খান
মহাপরিচালক ( গ্রেড-১), বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
জনাব মিজানুর রহমান
কর্মর্সুচি পরিচালক